Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ অক্টোবর দাউদকান্দি উপজেলা নির্বাচন

বিএনপির প্রার্থী সাইফুল আলম

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

আগামী ২০ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির একক প্রার্থী কুমিল্লা জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী বাস মালিক সমিতির ঐক্যে জোটের আহবায়ক সাইফুল আলম ভূঁইয়াকে মনোনীত করেছেন। এ ব্যপারে দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এ কে এম শামছুল হক জানান, আসন্ন দাউদকান্দি উপজেলা নির্বাচনে বিএনপি থেকে সাইফুল আলম ভূঁইয়াকে আমরা সমর্থন দিয়েছি।
প্রার্থী সাইফুল আলম ভূঁইয়া ইনকিলাবকে জানান, দাউদকান্দি উপজেলা বিএনপির দুর্গ বলে খ্যাত। এ আসনে বিএনির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমি শতভাগ আশাবাদী সুষ্ঠ অবাধ ও নিরপক্ষ নির্বাচন হলে বিপুল ভোটে বিজয় হবো ইনশাল্লাহ। উল্লেখ্য, আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন ও ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ