Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে ৩ উন্নয়ন কাজের উদ্বোধন

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

সিলেটের ওসমানীনগরে ২ কোটি ২২ লাখ টাকার ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান এমপি। গত সোমবার এ প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে ৯১ লাখ টাকা ব্যয়ে গোয়ালাবাজার-মঙ্গলচন্ডী ১ কিলোমিটার পাকা সড়ক, ১ কেটি ১৬ লাখ টাকা ব্যয়ে ভাগলপুর পাকা সড়ক ও ১৪ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে গ্রামতলা এলাকায় একটি ব্রিজ।
এ সময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মানিক মিয়া, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, আ.লীগ নেতা মিয়াফর আলী, আলাউর রহমান আলা, সজল দেব, সোনাফর আলী, আবদুল হামিদ, বুলবুল আহমদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন ইনকিলাবের বালাগঞ্জ উপজেলা সংবাদদাতা মাওলানা আবুল কালাম আজাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ