বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম -পিপিএম) বলেছেন মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মুল করতে না পারলে পরিবার, সমাজ ও দেশ হুমকির মুখে পড়বে। মাদকই হচ্ছে সকল অপরাধের উৎস। তাই নীলফামারী জেলা থেকে মাদক নির্মুলে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন মাদক নির্মুলে পুলিশ যদি কাজ না করে এবং কোন পুলিশ সদস্য মাদকের সাথে সংশ্লিষ্ট থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ আইনে ব্যবস্থা নেয়া হবে।এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা। তিনি আজ সৈয়দপুর থানা পুলিশ আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।“মুজিব বর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার” এ শ্লোগানকে সামনে রেখে দুপুরে সৈয়দপুর থানা চত্বরে ওই ওপেল হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।
এ সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, আব্দুল খালেক সাবু, বাঙ্গালীপুর ইউপি সদস্য লুৎফর রহমান খান, বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, বিশিষ্ট শ্রমিক নেতা মো. মমতাজ আলী,পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাসুম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু, উপজেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল, ছাত্র লীগের সাবেক সভাপতি মো. আব্দুস সবুর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদেকুজ্জামান মানিক, জাতীয় পার্টি নেতা মো. ফিরোজ উদ্দিন ফেরাজ, নীলফামারী জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রওশন মহানামা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।