বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার তেরখাদায় চতুর্থ শ্রেণির ছাত্রী (৯) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রতিবেশী পুলিশ সদস্য রেজাউল করিম রানা (২৩)কে গ্রেপ্তার করেছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে জেলার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামে এ ঘটনা ঘটে। রেজাউল শিকদার মোকামপুর গ্রামের আলম শিকদারের ছেলে। সে পুলিশ বাহিনীর সদস্য, তাঁর কর্মস্থল নাটোর।
স্থানীয়রা জানান, পুলিশ সদস্য রেজাউল শিকদার ও ওই চর্তুথ শ্রেণির শিশুটির বাড়ি একই গ্রামে পাশাপাশি। সোমবার বেলা ১১টার দিকে রেজাউল শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোক ছুটে এসে রেজাউলকে হাতে নাতে আটক ও শিশুটিকে উদ্ধার করে।
তেরখাদার থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক স্বপন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রেজাউলকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে। শিশুটিকে খুলনা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।