Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিলাদের আতঙ্ক গ্রামপুলিশ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

কোটালীপাড়ার তারাশি গ্রামে রাতের অন্ধকারে যুবতি ও মহিলাদের ভয়-আতঙ্ক গ্রাম পুলিশ সেলীম সিকদার। তার ভয়ে ওই গ্রামের যুবতি ও মহিলারা রাতের অন্ধকারে ঘর থেকে বাইর হতে পারছেন না। গ্রামপুলিশ সেলীম সিকদারের অসামাজিক কার্যকলাপে নারীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। এ ব্যপারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত রোববার সকালে সরেজমিনে কোটালীপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের তারাশি মন্ডলপাড়া গ্রামে গিয়ে জানা যায়, উপজেলার হিরন ইউনিয়নের গ্রামপুলিশ সেলীম সিকদার প্রতিদিন গভীর রাতে পৌরসভার তারাশি মন্ডল পাড়ায় অসৎ উদ্দেশ্যে ঘুরতে থাকেন। সে বিভিন্ন ঘরের পেছনে ওৎ পেতে বসে থাকে। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কোনো নারীরা ঘরের বাইর হলে গ্রাম পুলিশ সেলীম সিকদার তাদেরকে ঝাপটে ধরে শ্লীনতাহানির চেষ্টা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গৃহবধূ জানান, চৌকিদার সেলীম সিকদার প্রতিদিন রাতে আমাদের গ্রামে ডুকে ঘরের চর্তুপাশ দিয়ে ঘুরতে থাকে, রাতে প্রকৃতির ডাকে আমরা বাইর হলেই সে আমাদের ইজ্জত ছিনিয়ে নেবার চেষ্টা করে। তাকে এভাবে রাতের বেলায় ঘোরাঘুরি করা থেকে বিরত থাকতে বলা হলেও সে আরও বেশি বেপরোয়া হয়ে ঘরের ভেতরে টর্চলাইটের আলো দিয়ে স্বামী স্ত্রীর শয়ন কক্ষের দৃশ্য দেখে। এতদিন লোকলজ্জার ভয়ে কারো কাছে প্রকাশ করতে পারিনি। এ ব্যাপারে সেলীম চৌকিদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি ষড়যন্ত্রের শিকার।
হিরন ইউপি চেয়ারম্যাম গোলাম কিবরিয়া দাড়িয়া বলেন, সেলীম আমার ইউনিয়নের চৌকিদার, পৌরসভায় রাতের অন্ধকারে তার ঘোরাঘুরি করা ঠিক হয়নি। তার অশালীন আচরণের বিরুদ্ধে এলাকাবাসী আমার কাছে অভিযোগ করেছে, আমি বিষয়টি খতিয়ে দেখছি। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন এ ধরনের অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ