Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে অবৈধভাবে গরু আনার দায়ে আটক ১৪

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু ও মহিষ আনার দায়ে রাজশাহীতে ১৪ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মহানগরীর পদ্মানদী সংলগ্ন শ্রীরামপুর এলাকা থেকে ৬টি মহিষ ও ৫টি গরু জব্দসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার আবু তাহেরের ছেলে রায়হান (৩৬), এমাজ উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৪৫), মাহবুব আলমের ছেলে মুন্না (২২), আনিছুর রহমানের ছেলে মিজানুর রহমান রানা (৩০), আলালের ছেলে সজল (১৮), বাবুর ছেলে সুজন (২০), কাশিয়াডাঙ্গা বাগানপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে ইসমাইল (৩০), নগরপাড়া এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে রুবেল (২০), পবা উপজেলার বেড়পাড়া বেলুয়ারকুপ এলাকার মৃত আবেল হোসেনের ছেলে সাইরুল ইসলাম (৪৫), চরখিদিরপুর পশ্চিমপাড়া এলাকার লাল চানের ছেলে আলম (২২), আব্দুল কাদেরের ছেলে আকবর আলী (২৫), মৃত ফইজুদ্দিনের ছেলে সেন্টু (৪৫), শাহাবুদ্দিনের ছেলে জাকির হোসেন (২৮) ও মহসিনের ছেলে শাহ আলম (৩০)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শ্রীরামপুরে পদ্মা তীরে অভিযান চালানো হয়। এসময় ভারত থেকে অবৈধভাবে গরু আনার সময় ১৪ জনকে আটক করা হয়। সরকারি কোষাগারে রাজস্ব না দিয়ে গরুগুলো রাজশাহী সিটি হাটে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ