Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে

চট্টগ্রামে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, কোভিড ও নন-কোভিড রোগীদের স্বাস্থ্যসেবায় পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো করছে। প্রধানমন্ত্রী নিজেই শক্ত হাতে মোকাবিলা করেছেন বলেই দেশে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে অনেক চিকিৎসক মৃত্যুবরণ করেছেন, আক্রান্তও হয়েছেন। এর পরেও চিকিৎসকেরা আন্তরিকভাবে কাজ করছে বলে স্বাস্থ্যসেবা খাত অনেকদূর এগিয়ে গেছে। 

শনিবার রাত সাড়ে ১০টায় নগরীর লয়েল রোডের সিনেমা প্যালেস সংলগ্ন স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাতারাতি স্বাস্থ্য বিভাগের চিত্র পাল্টানো সম্ভব নয়। দেশের হাসপাতালগুলোতে লোকবল ও চিকিৎসা সরঞ্জামের সঙ্কট থাকা সত্তে¡ও রোগীরা সেবা পাচ্ছেন। স্বাস্থ্য বিভাগের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রæত সমাধানের লক্ষ্যে সরকারের সহযোগিতা নেয়া হবে।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে ও জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমবিডিসি) ও লাইন ডাইরেক্টও (টিবি-এল এন্ড এএসপি) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম। বক্তব্য রাখেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, বিআইটিআইডির ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক ডা. শফিকুল ইসলাম, বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতাহার হোসেন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আব্দুর রব প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ