বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলি বর্ষণে নুরুল আমিন(৩২) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ও দাঁতভাঙ্গা বিওপি কমান্ডার আ. আজিজ জানান,আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ১০৫৪ দিয়ে ভোর রাতে ১০-১৫জনের একটি দল ভারত থেকে গরু আনতে যায়। এসময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ-৫৭ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই খেতার চর গ্রামের মোকছেদ আলী মুন্সির পুত্র দিনমজুর নুরুল আমিন নিহত হয়। ঘটনাস্থল থেকে লাশ বাড়ি নিয়ে আসা হয়েছে। বিজিবি তথ্য সংগ্রহ করেছে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান, পিএসসি জানান, সংবাদ পেয়েছি রৌমারীতে বিএসএফ দুই রাউন্ড গুলি করেছে। তাতে এক বাংলাদেশী নিহত হবার কথা শোনা যাচ্ছে। আমি ঘটনা স্থল পরিদর্শনে যাচ্ছি।এছাড়াও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ পাঠনোসহ পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।