Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেহার প্রস্তাবে অভিষেকের না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৭:২১ পিএম

অভিষেক বচ্চন। অভিনেতার সেন্স অব হিউমারের প্রশংসা তার সমালোচকরাও করে থাকেন। নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বরাবরই নিজেকে বিতর্ক থেকে দূরে রাখেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই অভিনেত্রী নেহা ধুপিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জুনিয়র বচ্চন!

সম্প্রতি এক টুইটার ব্যবহারকারী নেহা ধুপিয়াকে অনুরোধ জানান, যে কোনো মূল্যেই হোক অভিষেক বচ্চনকে যেন এবার তার টক শো 'নো ফিল্টার নেহা'তে অতিথি করেন। কেননা অভিষেকের মতো রসিক ও বুদ্ধিমান তারকার সংখ্যা খুবই কম।'

এরপরই ওই টুইট নিজের অ্যাকাউন্টে শেয়ার করে অভিষেককে ট্যাগ দিয়ে নেহা লেখেন, 'এর চেয়ে ভালো আর কি বা হতে পারে? এর আগেও অনেকবার আমার শো'তে তোমাকে আসতে বলেছি। এবার সবার সামনেই আমার শো'তে আসার অনুরোধ করছি।'

তবে নেহার অনুরোধ কিছুতেই মন গলাতে পারেনি অভিষেক বচ্চনের। সবার সামনেই নেহার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে তিনি লেখেন, 'হাস্যরস-বুদ্ধিমত্তা এবং লাগামহীন আলোচনা (নো ফিল্টার) দুটোই ভিন্ন জিনিস। আমাকে রেহায় দাও নেহা।'

কিন্তু নেহার টক শো 'নো ফিল্টার নেহা'তে অংশ নিতে এত অনীহা কেন জুনিয়র বচ্চনের? অভিনেত্রীর এই শোটি অনেকটা করণ জোহরের 'কফি উইথ করণ'-এর মতোই। শোতে আমন্ত্রিত অতিথিদের যেসব প্রশ্ন করা হয় তা একদমই ব্যক্তিগত ও লাগামহীন। আর নেহা ইন্ডাস্ট্রির অংশ বলেই অনেক তারকারা তাদের গোপন তথ্য নায়িকার সঙ্গে শেয়ার করেন। স্বভাবতই সেসব আলোচনা প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শোরগোল বেঁধে যায়।

যদিও নেহার এই অনুষ্ঠানে বিভিন্ন সময়ে একাধিক তারকারা হাজির হয়েছিলেন। পাশাপাশি নিজেদের অনেক অজানা তথ্য নেহার সঙ্গে শেয়ার করেছিলেন। এই শোতে দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, শহিদ কাপুর সহ অনেককেই। তবে অভিষেকের অনুষ্ঠানে না যাওয়ার কারণ হিসেবে বলিউডের বর্তমান পরিস্থিতিকেই দায়ী করছেন অনেকেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ