Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা-রাকুলদের থেকে নজর সরে নিচ্ছে এনসিবি!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৪ পিএম

সুশান্তের মৃত্যু মামলায় মাদকের সংস্পর্শতা নিয়ে তদন্তে নেমেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি)। ইতোমধ্যে মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে সংস্থাটি। তবে রিয়াকে একাই নয়, মাদক কান্ডে জড়িত থাকার অভিযোগে রিয়ার ভাই শৌভিক সহ আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এনসিবির কর্মকর্তাদের জেরার মুখে রিয়া চক্রবর্তী নিজের মাদক নেওয়ার কথা স্বীকার করে নেন। পাশাপাশি বলিউডের একাধিক হেভিওয়েট তারকাদের নামও প্রকাশ করে দেন তিনি, যারা নিয়মিত মাদক সেবন করেন। রিয়ার তথ্য অনুযায়ী ২৫ জন তারকার একটি তালিকা করেছে এই সংস্থাটি। এরপর থেকেই বি টাউনে নানা গুঞ্জন রটে যেতে থাকে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, এনসিবির জিজ্ঞাসাবাদে রিয়া জানান সারা আলী খান, রাকুল প্রীত সিং, সিমান খামবাট্টা ও নির্মাতা মুকেশ ছাবরা সহ আরও অনেক তারকারা নিয়মিত মাদক সেবন করেন। ফলে খুব শিগগিরই এনসিবির দপ্তরে হাজির হতে তারকাদের বাড়িতে সমন পাঠানো হবে।

তবে গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয় বলে উড়িয়ে দিয়ে এনসিবির সহকারী পরিচালক কেপিএস মালহোত্রা জানান, 'আমরা লক্ষ্য করেছি গণমাধ্যমে অসত্য সংবাদ প্রকাশ করা হচ্ছে। কিন্তু এটা বলে রাখছি, আমরা কোনো বলিউড তারকাদের তালিকা তৈরী করিনি। এমনকি তাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সময় এখন নয়। এর আগে যে তালিকা তৈরী করেছি, সেটা মাদক কারবারিদের।' এনসিবির কর্মকর্তার এমন মন্তব্য স্বস্তির হাওয়া বইছে সারা-রাকুলদের ভক্ত মহলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ