Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর হাতিয়ায় নদীর পাড় ভেঙে কিশোরের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৫:৩৯ পিএম

হাতিয়ার উপজেলার চানন্দী ইউনিয়নে বড়শি দিয়ে মাছ ধরার সময় মেঘনা নদীর পাড় ধসে মাটির নিচে চাপা পড়ে মো সাহাব উদ্দিন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জনতা বাজারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন চানন্দী ২নং ওয়ার্ড মোল্লা বাড়ীর মো রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জনতা বাজারঘাটের পূর্ব পাশের মেঘনা নদীর পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরছিল কিশোর সাহাব উদ্দিন। সাড়ে ১০টার দিকে হঠাৎ করে সাহাব উদ্দিনসহ নদীর পাড়টি ধসে নদীতে পড়ে যায়। এসময় মাটির নিছে চাপা পড়ে নিখোঁজ হয় সাহাব উদ্দিন। পরে স্থানীয় লোকজন ছুঁটে এসে খোজাখুঁজির পর তার পায়ের অংশ দেখে মাটি সরিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত কিশোরের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‡bvqvLvjxi nvwZqvq b`xi cvo †f‡O wK‡kv‡ii g„Zz¨

 

†bvqvLvjx ey¨‡iv t nvwZqvi Dc‡Rjvi Pvb›`x BDwbq‡b eowk w`‡q gvQ aivi mgq †gNbv b`xi cvo a‡m gvwUi wb‡P Pvcv c‡o †gv mvnve DwÏb (14) bv‡gi GK wK‡kvi wbnZ n‡q‡Qb|

 

iweevi mKvj mv‡o 10Uvi w`‡K RbZv evRviNvU GjvKvq G NUbv N‡U| wbnZ mvnve DwÏb Pvb›`x 2bs IqvW© †gvjøv evoxi †gv iæûj Avwg‡bi †Q‡j|

 

¯’vbxq m~‡Î Rvbv †M‡Q, mKv‡j RbZv evRviNv‡Ui c~e© cv‡ki †gNbv b`xi cv‡o e‡m eowk w`‡q gvQ aiwQj wK‡kvi mvnve DwÏb| mv‡o 10Uvi w`‡K nVvr K‡i mvnve DwÏbmn b`xi cvowU a‡m b`x‡Z c‡o hvq| Gmgq gvwUi wb‡Q Pvcv c‡o wb‡LuvR nq mvnve DwÏb| c‡i ¯’vbxq †jvKRb Quy‡U G‡m †LvRvLuywRi ci Zvi cv‡qi Ask †`‡L gvwU mwi‡q Zv‡K D×vi K‡i ¯’vbxq GK wPwKrm‡Ki Kv‡Q wb‡q †M‡j wPwKrmK mvnve DwÏb‡K g„Z †NvlYv K‡ib|

 

nvwZqv _vbvi Iwm Aveyj Lv‡qi welqwU wbwðZ K‡i e‡jb, wbnZ wK‡kv‡ii jvk Zvi cwiev‡ii Kv‡Q n¯ÍvšÍi Kiv n‡q‡Q|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ