Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মামলা দিয়ে হয়রানি প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় একটি পরিবারকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাল গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী আবু ছালেক ও তার পরিবার ছাড়াও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় আবু ছালেক জানান, প্রতিবেশী সাচ্চু মিয়ার কাছ থেকে ২ বছর আগে তিনি একই এলাকায় ৮ শতাংশ জায়গা কিনেন। উক্ত জায়গায় সীমানা প্রাচীর দিতে গেলে সাচ্চু মিয়ার স্বজন কামাল মিয়া ও তার লোকজন হামলা চালায়। এতে তার স্ত্রী গুরুতর আহত হয়। বর্তমানে প্রতিপক্ষের লোকজন মামলাসহ বিভিন্নভাবে তাদের হয়রানি করছে। এ বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ