Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যক্ষ্মা রোগে জাবি ছাত্রীর মৃত্যু

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ৭:১২ পিএম

যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের ছাত্রী জান্নাতুল কানন বৃষ্টি মৃত্যু বরণ করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ৪টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ছাত্রীর ভাই মারুফ সিদ্দিকী।

মারুফ সিদ্দিকী বলেন, ‘বৃষ্টি দীর্ঘদিন ধরে যক্ষ্মায় ভুগছিলেন। অনেক ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু বিভিন্ন ডাক্তার বিভিন্ন রোগের কথা বলেন। এর কারণে আমরা তাকে সঠিক চিকিৎসা দিতে পারিনি। ক’দিন আগে জানতে পারি তার যক্ষ্মা হয়েছে।’

তিনি বলেন, ‘আজ সকালে বেশি অসুস্থ হয়ে পড়ে এবং তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। এরপর ঈশ্বরদী সদর হাসপাতালে নেওয়ার পর তার অবস্থা আরো অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলে ট্রান্সফার করে। সেখানে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ