প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশনের সহঅভিনেতা কর্ণেল মনীশ সিং চৌহান। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে রাজস্থানের বিকানারে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিন সড়ক দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন রাজস্থান পুলিশ। তারা জানায়, এই দুর্ঘটনাটি রাজস্থানের মাঝামাঝি বিকানার-জয়পুর ন্যাশনাল রোডে ঘটেছে। সেখানে আর্মি অফিসারদের গাড়িটির একটি টায়ার ফেঁটে যায়। এরপরেই গাড়িটি উলটে গিয়ে দুমড়ে মুচড়ে নিচে পড়ে যায়। এই ঘটনায় কর্নেল মনীশ সিং চৌহান ও মেজর নীরজ শর্মা মারা যান।
নির্মাতা ও অভিনেতা ফারহান আখতারের পরিচালনা ২০০৪ মুক্তি পায় 'লক্ষ্য' সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন হৃতিক রোশন ও প্রীতি জিনতা। আর সিনেমাতে হৃতিকের সহ অভিনেতা হিসেবে দেখা গিয়েছিলো আর্মি অফিসার মনীশ সিং চৌহানকে। সিনেমাটি মুক্তির পর দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন বাস্তবের এই সেনা কর্মকর্তা।
জানা গেছে, পেশায় একজন সেনা কর্মকর্তা হলেও অভিনয়ের প্রতি বেশ আগ্রহ ছিলো মনীশের। আর সেই স্বপ্ন পূরণের তাগিদেই হৃতিক অভিনীত 'লক্ষ্য'তে অভিনয় করেন তিনি। সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে বলিউডের আকাশে নেমে এসেছে কালো মেঘের ছায়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।