Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেফতার হতে পারেন করণ জোহর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ৬:২৩ পিএম

বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর পর থেকেই আলোচনায় উঠে আসছেন নির্মাতা ও প্রযোজক করণ জোহর। কেননা অভিনেতার মৃত্যুর জন্য দায়ী করে করণের দিকে আঙ্গুল তুলেছেন অনেকেই। পাশাপাশি স্বজনপোষণ ও মুভি মাফিয়াদের ধ্বজাধারী হিসেবেও আখ্যা পেয়েছেন তিনি। এবার মাদক কান্ডে এনসিবির হাতে গ্রেফতার হতে পারেন এই পরিচালক-প্রযোজক।

সুশান্তের মৃত্যু মামলায় মাদক যোগের তদন্তে নেমে বলিউডের বহু খ্যাতিমান ব্যক্তিত্বের নামের তালিকা হাতে এসেছে এনসিবির। জানা গেছে, ২০১৯ সালে করণের বাড়ির হাউজ পার্টির ব্যাপারে খুব শিগগিরই তদন্তে নামবে সংস্থাটি। আর দোষী প্রমাণিত হলে গ্রেফতার করা হবে করণ জোহরকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, করণের হাউজ পার্টিতে উপস্থিত ছিলেন দীপিকা পাডুকোন, মালাইকা আরোরা, অর্জুন কাপুর, শহিদ কাপুর, নির্মাতা অয়ন ঘোষাল, বরুন ধাওয়ান, জোয়া আখতার, ভিকি কুশল, রণবীর কাপুর সহ আরও অনেকেই।

ওই পার্টিতে উপস্থিত সকলেই মাদক সেবন করেছিলেন বলে দাবি করেছেন অনেকেই। অবশ্য এমন দাবির বেশকিছু উপযুক্ত কারণও রয়েছে। দীপিকা, রণবীর, বরুন, ভিকি সকলকেই অস্বাভাবিক এবং ঘুমন্ত অবস্থায় দেখা যাচ্ছিলো। ভিকি কুশল আর মালাইকা আরোরা তো ঠিকভাবে চোখ মেলাতেই পারছিলেন না। তাদের মুখ দেখেই মনে হয়েছিল মাদক সেবন করেছেন তারা। এমনকি ক্যামেরার সামনে উপস্থিত সকলেই অদ্ভূত আচরণ করছিলেন।

রিয়া চক্রবর্তীর দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার এই মাদক মামলায় বড়সড় তথ্য ফাঁস করেছে নারোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তারা জানায়, বি টাউনের ১৫ জন প্রভাবশালী তারকাদের সন্দেহভাজনের তালিকায় রেখেছেন। এইসব তারকার নাম বয়ানে উল্লেখ করেছেন খোদ রিয়া। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের সকলের নামেই মাদক সরবরাহ ও সেবনের অভিযোগ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ