পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে ওই দুর্ঘটনার পর দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- আসাদুল ইসলাম (২৪) ও খায়রুল ইসলাম (২৬)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চারু রূপনগর গ্রামে।
তদের আরেক চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ১৪ তলা ভবনের ৯ তলার বাইরে মাচায় দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন আসাদ ও খায়রুল। হঠাৎ মাচা ছিঁড়ে দুজনই নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, লাশগুলো ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।