Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালমোহনে সিটিইআইপি-২ প্রকল্প পরিচালকের মতবিনিময় সভা

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ভোলার লালমোহন পৌরসভায় ‘দ্বিতীয় উপক‚লীয় শহর অবকাঠামো প্রকল্প সিটিইআইপি-২’ লালমোহন পৌরসভা কর্তৃক প্রস্তাবিত প্রকল্প পরিদর্শন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পৌরসভার হলরুমে পৌরসভার আয়োজনে প্রস্তাবিত প্রকল্প নিয়ে এ সভা অনুষ্ঠিত। লালমোহন পৌর মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম সহিদ ও বিশেষ অতিথি উপ-প্রকল্প পরিচালক মো. আল আমিন ফয়সল।

সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ পাটওয়ারী, হাজী ইমাম হোসেন হাওলাদার, জাহিদুল ইসলাম নবিন, কাউন্সিলর মেহের, রায়হান মাসুম, নির্বাহী প্রকৌশলী দ্রæব লাল দত্ত বনিক, সহকারী প্রকৌশলী নিজাম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সিরাজুদ্দৌলা নওয়াবসহ পৌরসভার বিশিষ্ট জনসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম সহিদ ইনকিলাবকে বলেন. প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তর করার যে উদ্যোগ গ্রহণ করেছেন। সে অনুযায়ী প্রতিটি পৌর এলাকা শহরে রূপান্তরিত হবে। আমরা প্রস্তাবিত প্রকল্পগুলো দেখেছি যা জনসেবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এশিয়া উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় রাস্তা, বর্জ ব্যাবস্থাপনা, খাল কাটা, বস্তি উন্নয়নসহ মানুষের কল্যানে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবো। এতে লালমোহন পৌরসভা একটি সুন্দর শহরে পরিনত হয়। সেক্ষেত্রে যে পরিমান অর্থের প্রয়োজন হয় তা দেয়া হবে। আমরা আশা করি আগামী ৬/৭ মাসের মধ্যে প্রকল্পের কাজ শুরু করতে পারবো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ