Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জ থানার ভেতর দুই ওসির বাকবিতন্ডা পর বদলী পরিদর্শক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ৬:৩৬ পিএম

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুকের সাথে বাকবিতন্ডার কয়েক ঘণ্টা পরেই বদলী হয়েছেন পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রুবেল হাওলাদারকে সোনারগাঁও থানায় বদলী করা হয়েছে। বদলীর অর্ডার আসার পর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুকের সাথে রুবেল হাওলাদারের তর্কযুদ্ধ হয়। বদলীর জন্য রুবেল হাওলাদার কামরুল ফারুককে দায়ী করেন বলে থানার অবস্থানরত প্রত্যক্ষদর্শীরা জানান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট সিদ্ধিরগঞ্জ থানার ওসির কক্ষের সামনে দুই জনের মধ্যে বাক বিতন্ডা ও তর্কযুদ্ধের ঘটনা ঘটে। এসময় থানার অন্যান্য অফিসাররা এসে পরিস্থিতি শান্ত করেন।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জ থানার ওসির কক্ষের সামনে দুই জনের মধ্যে তুমুল বাক বিতন্ডা শুরু হয়। তাদের দুই জনের এই ঝগড়া সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৩০ মিনিট চলে। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেলসহ অন্যান্য অফিসাররা এসে উভয়কে শান্ত করেন।
ইন্সপেক্টর (অপারেশন) রুবেল হাওলাদার জানান, আমাদের বদলীর চাকরি। বদলী করছে তাই সোনারগাঁও থানায় চলে আসছি।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল সাংবাদিকদের বলেন, ওসি স্যার ও ইন্সপেক্টর অপারেশনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। তাছাড়া আর কিছু বলা যাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ