Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক মামলায় হাইকোর্টে আরমানের জামিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১১:২০ পিএম

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় মাদক মামলায় গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণের তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক আরমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ তার জামিন মঞ্জুর করেন। আরফামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আলাল উদ্দিন। সরকারের পক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরওয়ার হোসেন বাপ্পি। তবে আরমানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলায় থাকায় মাকদের মামলায় জামিন পেলেও তিনি কারামুক্ত হচ্ছেন না।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ অক্টোবর দিনগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রী গ্রামে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও আরমানকে আটক করা হয়। পরদিন তাদের ঢাকায় আনার পর অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে র‌্যাব। এরপর রমনা মডেল থানায় মামলা দায়ের করে র‌্যাব-১। ওই মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এদিকে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানায় আরমান। সেই আবেদনের শুনানি নিয়ে গত ২৩ আগস্ট তাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার বক্তব্যও আদালত শ্রবণ করেন। পরে তাকে জামিনের আদেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ