Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘মানবিকতার সাথে দায়িত্ব পালন করুন’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

নগরবাসী যেন স্বস্তি পায়, কোন প্রকার হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রেখে মানবিকতার সাথে বিধিবদ্ধভাবে দায়িত্ব পালন করার জন্য সকলকে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল ডিএমপি নবসৃষ্ট বাবিধারা জে ব্লকের ২/ই রোডের ১০ নম্বর হাউজে গুলশান ট্রাফিক কার্যালয়ের উদ্বোধনকালে তিনি এমন নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার নবসৃষ্ট বিভাগের সকল সদস্যকে শুভকামনা ও অভিনন্দন জানান এবং সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসাধারণের আস্থা ও সন্তুষ্টি অর্জনে ট্রাফিক-গুলশান বিভাগ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলমসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ