বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়ায় মামলার হাজিরা দিতে এসে নিজের ঔরসজাত শিশু পুত্রকে আদালতের সামনে কোলে নেয়ায় মারধর, নির্যাতনের শিকার হলেন এক বাবা। বৃহস্পতিবার সকালে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সম্মুখে এ ঘটনা ঘটে। এসময় আদালতের সামনে চিৎকার, চেঁচামেচিতে উৎসুক জনতা ভিড় করে। পরে আদালতের দায়িত্বরত পুলিশ এসে
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিষয়টি আদালতের নজরে এলে তদন্ত সাপেক্ষে আইনী
পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন আদালত।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আদালত সূত্র জানায়, কুয়াকাটার মুসুল্লীয়াবাদ গ্রামের রঙমিস্ত্রী শফিকুল ইসলাম বেপারী বৃহস্পতিবার সকালে মামলার হাজিরা দিতে এসে আদালতের সম্মুখে তার ঔরসজাত ৩ বছরের শিশু সন্তান মো: সিফাত হোসেনকে কোলে তুলে নিতেই দু’মোহরার তাকে উপর্যুপরি কিল, ঘুষি দিতে শুরু করে। এসময় আদালতের সামনে চিৎকার, চেঁচামেচিতে উৎসুক জনতা ভিড় করে। পরে
আদালতের দায়িত্বরত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এরআগে দাম্পত্য কলহের জেরে স্ত্রী সাথী বেগম শফিকুল’র বিরুদ্ধে যৌতুক
নিরোধ আইনে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের
করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে শফিকুল’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
জারী করেন। পুলিশ শফিকুলকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। এরপর
আপোষ শর্তে শফিকুল’র জামিন মঞ্জুর করেন আদালত।
এদিকে আদালতের সম্মুখে নিজের শিশুপুত্রকে কোলে নিয়ে মারধর, হামলার শিকার
হওয়ার বিষয়টি আদালতের নজরে এলে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার এর আদালত তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন।
কলাপাড়া চৌকি আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু এ
ঘটনার সত্যতা স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।