Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে যোগদান করলেন নতুন পুলিশ কমিশনার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ৬:৫৬ পিএম

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে আজ বৃহস্পতিবার নিজের নতুন কর্মস্থলে যোগদান করেছেন পুলিশ কর্মকর্তা আবু কালাম সিদ্দিক। সকালে তিনি আরএমপি সদর দপ্তরে গেলে অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তিনি আরএমপির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে বুধবার তিনি রাজশাহী আসেন। আরএমপিতে যোগদানের আগে তিনি পুলিশের কনফিডেন্সিয়াল অ্যান্ড কাউন্টার টেররিজমের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন।
চাকরি জীবনের শুরুর দিকে আবু কালাম সিদ্দিক আরএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে পুলিশ সুপার (এসপি) হিসেবে তিনি শরীয়তপুর, পটুয়াখালী, দিনাজপুর, খাগড়াছড়ি, জয়পুরহাটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ আরও নানা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন পুলিশের এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ