Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় দাঁড়িয়ে থাকা ট্রাকের ঝুলন্ত বাঁশে পুলিশ কর্মকর্তা নিহত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ৪:২৮ পিএম

দাঁড়িয়ে থাকা ট্রাকের ঝুলন্ত বাঁশ বুকের ভেতর ঢুকে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরা -আশাশুনি সড়কের চাপড়া ব্রীজের কাছে এই ঘটনা ঘটেছে।
নিহত পুলিশ কর্মকর্তা
এএসআই (নিঃ)/২১৬ মোঃ শাহজামাল (বিপি-৮৬০৫০৮১২৮৬) আশাশুনি থানায় কর্মরত ছিলেন।
জানা গেছে, সঙ্গীয় কং/৬৮৩ মোঃ নাজমুছ ছাদাতকে সাথে নিয়ে বাইকে রাতে টহলে ছিলেন এএসআই শাহজামাল।
ভোরে চাঁপড়া ব্রীজের উত্তর পাশে রাস্তার ওপর অবৈধভাবে দাঁড়িয়ে থাকা অতিরিক্ত বাঁশ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-২২৪৪) এর পিছনের ঝুলন্ত বাঁশের সাথে ধাক্কা লাগে। এসময় বাঁশের আগা তার বুকের ডান পাশে ঢুকে যায়। সাথে থাকা কনস্টেবল নাজমুছ ছদাতও বাম হাতে আঘাত প্রাপ্ত হন।
মারাত্মক জখম অবস্থায় শাহজামালকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে এ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে, ট্রাকের চালককে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এএসআই শাহজামালের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। তার স্ত্রী দীর্ঘ দিন পর বর্তমানে সন্তানের মা হতে চলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ