বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলার রেশমপট্টি এলাকায় আজ আনুমানিক রাত নয়টার দিকে একটি বাড়িতে ঢুকে ডাকাতি করার সময় এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়েছে এলাকার সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা হাজতে নিয়ে যায়।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ধারারো অস্ত্র নিয়ে তিনজন রেশমপট্টি এলাকার সাদেকুল ইসলাম (৬৫) নামের একজনের বাড়িতে প্রবেশ করেছিল। ওই বাড়িতে দুইজন বয়স্ক নারী-পুরুষ ছিলেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় দুইজন বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায়। একজনকে স্থানীয় লোকজন ধরে করে পিটুনি দিয়ে পুলিশে দেয়। গ্রেপ্তার ডাকাতের নাম নাসিম উদ্দিন (২৭)। তার বাড়ি নগরের ভাটাপাড়া এলাকায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।