Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর বাঘায় জাল নোটসহ আটক ২

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৫ পিএম

রাজশাহীর বাঘা মাজার এলাকা থেকে আজ সন্ধ্যায় ৮টি এক হাজার জাল নোটসহ ২ যুবককে আটক করেছে পুৃলিশ।
আটককৃতদের একজনের বাড়ি বাঘা পৌর সভার মর্শিদপুৃর গ্রামে। তার বয়স ১৩ বছর । অপরজন একই পৌর সভার চাকিপড়া গ্রামের বাসিন্দা। তার বয়স ১৮ বছর। তারা ২জনই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। বাঘা থানার এসআই নাজমুল হক জানান, তারা ৫০% কমিশনে জাল নোটগুলো বিক্রির জন্য মাজার এলাকায় ঘোরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জয়নাল আবেদীন ফোর্স নিয়ে তাদের আটক করে জাল নোটগুলো জব্দ করেন।
সিনিয়র এএসপি (বাঘা-চারঘাট সার্কেল) নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ