Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালের উজিরপুরের আটিপাড়ায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ৭:৫১ পিএম

নবজাতকের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন মা-বাবা সহ ৬ অ্যাম্বুলেন্সের যাত্রী। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান নবজাতককে বহনকারী অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচরে সব যাত্রীরাই নিহন হন। বুধবার সন্ধায় বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলে ঝালকাঠী সদর উপজেলার বাউকাঠী গ্রামে বাসিন্দা। নবজাতকের মৃতদেহ নিয়ে তারা ঢাকা থেকে বাউকাঠিতে নিজেদের বাড়িতে ফিরছিলেন। উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক কুমিল্লা জেলার বাসিন্দা আলমগীরের পরিচয় জানা গেছে। অন্য নিহতরা হচ্ছে, তিনদিন বয়সী শিশু কন্যা তামান্নার বাবা ঝালকাঠির বাসিন্দা মো. আরিফ রাঢ়ী, মা শিউলী বেগম, দাদী নুরজাহান বেগম, কাকা কাইয়ুম রাঢ়ী ও অজ্ঞাত এক পুরুষ।
দুর্ঘটনার শিকার পরিবারের নারী সদস্য দুইদিন আগে ঢাকার উত্তরার একটি হাসপাতালে সন্তান প্রসব করার পরে নবজাতক অসুস্থ হয়ে মৃৃত্যুবরন করে। মৃতদেহটি নিয়ে নবজাতকের বাবা-মা সহ পরিবারের আরও ৫/৬ জন সদস্য অ্যাম্বুলেন্সে ঝালকাঠীর বাউকাঠী গ্রামের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনাস্থল আটিপাড়ার বাসিন্দা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী মো: জুনায়েদ বলেন, উজিরপুরের আটিপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে চেয়েছিল ঢাকা মেট্রো ছ-৭১১৭১৩ নম্বরের এ্যাম্বুলেন্সটি। এসময় বিপরীত দিক থেকে আসা মেসার্স গাজী রাইস মিল-এর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে এ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে পিছনে থাকা মায়া ট্রাভেলস-এর অপর একটি যাত্রীবাহী বাস কাভার্ড ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে এ্যাম্বুলেন্সটি ছিটকে সড়কের পাশে গাছের ওপর আছড়ে পড়ে। জুনায়েদ জানান, তিনি সহ অন্যান্যরা দৌঁড়ে অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে ৬ জনের মৃতদেহ দেখতে পান। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ্যম্বুলেন্সটির বিভিন্ন অংশ কেটে মৃতদেহগুলো বের করা হচ্ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ