Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশান্ত আমাকে খুব ডিস্টার্ব করতেন: অনুরাগ ক্যাশপ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ৬:০৭ পিএম

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেকেই নানা মন্তব্য করেছেন। কিন্তু এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন পরিচালক অনুরাগ ক্যাশপ। অবশেষে 'মৌনব্রত' ভেঙ্গে প্রকাশ্যে আনলেন অজানা কিছু তথ্য। পাশাপাশি এও জানালেন, কেন তিনি সুশান্তের মতো প্রতিভাবান অভিনেতার সঙ্গে কাজ করতে চাননি।

সুশান্তের মৃত্যুর তিন সপ্তাহ আগে তার ম্যানেজারের সঙ্গে হোয়াটসঅ্যাপে যে কথোপকথন হয়েছিল তা এবার প্রকাশ্যে আনলেন পরিচালক অনুরাগ ক্যাশপ। যেখানে সুশান্তের ম্যানেজার অনুরাগকে অনুরোধ করেন যেন নতুন কাজ এলে সুশান্তের কথা তিনি মাথায় রাখেন। এর উত্তরে অনুরাগ বলেন, 'সুশান্ত আমাকে খুব ডিস্টার্ব করতেন।'

নিজের টুইটারে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে অনুরাগ ক্যাশপ লিখেছেন, 'আমি দুঃখিত, অবশেষে আমাকেও একই কাজ করতে হলো। সুশান্তের মৃত্যুর তিন সপ্তাহ আগে তার ম্যানেজারের সঙ্গে আমার কথোপকথন। ভাবিনি কখনো এমনটা করতে হবে। কিন্তু পরিস্থিতি যতদূর গড়িয়েছে তাতে করে আর চুপ থাকতে পারলাম না। হ্যাঁ এটা সত্যি, আমি ব্যক্তিগত কারণেই ওর সঙ্গে কাজ করিনি।'

সুশান্তের মৃত্যুতে অনেকেই ইন্ডাস্ট্রিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কেননা ইন্ডাস্ট্রিতে কেউই নাকি সুশান্তের খোঁজ খবর রাখেন না, তার পরিবারের কথা ভাবেননি। সেই প্রসঙ্গ টেনে আরেকটি স্ক্রিনশট শেয়ার করেন অনুরাগ ক্যাশপ। যেখানে দেখা যাচ্ছে, সুশান্তের বোনদের কথাও তার ম্যানেজারকে জিজ্ঞেস করেছেন অনুরাগ। বিষয়টি নিয়ে তিনি লিখেছেন, 'যারা ভাবতেন ওর পরিবারের হয়ে কেউ ভাবে না কিংবা ভাবিনি, এটা তাদের জন্য। এবার যেমন ইচ্ছা আমাকে বিচার করে দেখুন।'

অনুরাগ ক্যাশপের এমন চ্যাট প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তাদের কথায়, সুশান্তের মৃত্যুর আড়াই মাসেও কেন মুখ খোলেননি তাহলে? এর জবাবে অনুরাগ জানান, 'সুশান্তকে সম্মান জানিয়েই এতদিন কেউ মুখ খোলেননি। গত ১০ বছর আমরা খুব কাছ থেকে মিশেছি এবং আমরা ওকে খুব ভালো চিনি। তবে এখন বিষয়টি অনেক দূর গড়িয়েছে। তাই এবারও সুশান্তের কথা ভেবেই আমরা রিয়ার পাশে দাঁড়িয়েছি।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ