Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদে বিস্ফোরণ হতাহতদের ক্ষতিপূরণ দিন

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত আন্দোলনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের দায় এড়াতে পারে না তিতাসের কর্মকর্তারা। মসজিদের ভেতর দিয়ে তিতাস গ্যাসের লিকেজ মেরামতের জন্য কর্মকর্তাদের খবর দেয়া হলেও বিষয়টি আমলে নেয়নি তিতাস কর্তৃপক্ষ। যেসব কর্মকর্তার অবহেলার জন্য মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে মসজিদে হতাহতদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। গতকাল সোমবার নারায়ণগঞ্জের চাষাড়াস্থ প্রেস ক্লাবের সামনে মসজিদে বিস্ফোরণে হতাহতদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও তিতাস কর্মকর্তাদের শাস্তির দাবিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাওলানা কবির হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আমির আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি। এতে আরো বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আকতারুজ্জামান শাদিকী, মুফতি আবু বকর মুফতি মুশফিকুর রহমান জামাল, মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা নুরুল্লাহ হাশেমী, মাওলানা বেলাল হোসাইন মাদানী, মাওলানা ইউসুফ, মাওলানা আরিফ হোসাইন, মাওলানা আব্দুল মালেক ও মাওলানা মেহেদী হাসান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ