Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোলাম সারোয়ার মালয়েশিয়ায় নতুন হাইকমিশনার

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

ওমানে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত মো. গোলাম সারোয়ারকে মালয়েশিয়ায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। পেশাদার ক‚টনীতিক গোলাম সারোয়ার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা। ক‚টনীতিক জীবনে তিনি ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি এবং জেদ্দায় বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ (দক্ষিণ পূর্ব এশিয়া) বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

মো. গোলাম সারোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন এবং বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইনস্টিটিউটের (আইসিএবি) অধীনে নিবন্ধন সম্পন্ন করেন। তিনি জার্মানি ও যুক্তরাষ্ট্র থেকে কূটনৈতিক প্রশিক্ষণ নিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ