বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার চালক খুনের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. রাব্বি, আল-আমিন, মো. সোহেল, বাবু ওরফে শাকিল ও কামাল হোসেন।
পুলিশ জানায়, সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ৪ সেপ্টেম্বর গভীর রাতে ঢাকা থেকে চট্টগ্রামের লালখান বাজারে বোনের বাসাতে বেড়াতে আসা আইয়ুব আলীর রিকশার গতি রোধ করে ছিনতাইকারীরা। নগরীর আগ্রাবাদে তাকে ছুরিকাঘাত করে মালামাল ছিনতাই করা হয়। পরদিন সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর ওই এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে দেখা যায়, তিন যুবক রিকশার গতিরোধ করে। তাদের একজন তাকে ছুরিকাঘাত করে এবং অন্যরা তার ব্যাগ ও টাকা-পয়সা নিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে চালক রিকশা চালিয়ে চলে যায়। মাত্র ১০ সেকেন্ডে ঘটে খুনসহ এ ছিনতাইয়ের ঘটনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।