Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কল্পকাহিনী’ প্রচার গ্রহণযোগ্য নয় বিবৃতিতে রব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মেজর সিনহা হত্যা চরম নিষ্ঠুরতার নিদর্শন। রাষ্ট্রের আনুগত্য পোষণকারী একজন পরীক্ষিত দেশপ্রেমিক নাগরিককে বিনা বিচারে হত্যা কোনো ক্রমেই গ্রহণীয় হতে পারে না। বিনা বিচারে হত্যা এবং হত্যাকে জায়েজ করতে কল্পকাহিনীর রাষ্ট্রীয় পাপ অবশ্যই বন্ধ করতে হবে। গতকাল মঙ্গলবার সিনহা হত্যার বিচার ও ক্রসফায়ার বন্ধের দাবিতে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে রব বলেন, আইনপ্রয়োগকারী সংস্থার কতিপয় সদস্যের স্বেচ্ছাচারী আচরণের কারণে মেজর সিনহাসহ অসংখ্য বিচারবহির্ভ‚ত হত্যাকাÐ সংঘটিত হয়েছে। হত্যাকাÐে জড়িত অপরাধীদের সম্পর্কে সমাজ এবং জনগণের জানার অধিকার রয়েছে। এ হত্যার বিচারের দাবিতে জনগণ সোচ্চার। মেজর সিনহার হত্যাকাÐ যেন অন্যান্য হত্যাকাÐের মতো অপকৌশলের চোরাবালিতে হারিয়ে না যায়। মেজর সিনহা হত্যাকাÐের উৎস ও কারণ অবশ্যই দেশবাসীকে জানাতে হবে। অন্যদিকে ক্রসফায়ারের মত বিচারবহির্ভ‚ত বেআইনি কর্মকাÐ বন্ধে তদন্ত কমিটির ১৩ দফা প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে তা জাতিকে জানাতে হবে।

বিবৃতিতে জেএসডি সভাপতি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে দেশের নাগরিককে নিষ্ঠুরভাবে হত্যা করার দীর্ঘ প্রক্রিয়ার সর্বশেষ বলি মেজর সিনহা। কী কারণে হত্যা করা হলো, এর উৎস কী, এটা কী তাৎক্ষণিক না পূর্বপরিকল্পিত, লাশের অমর্যাদা হয়েছে কিনা এসব মৌলিক প্রশ্নের জবাব অবশ্যই জনগণকে জানাতে হবে। দেশের নাগরিককে নির্মমভাবে হত্যা করা হবে আর শেষে কল্পকাহিনী বলা হবে এটা রাষ্ট্রের কোনো চরিত্র হতে পারে না। ‘হত্যা’ এবং ‘কল্পকাহিনী’ এ দুটো থেকেই দেশবাসীকে রেহাই দিতে হবে। হত্যাকাÐ প্রশ্নে তদন্ত ও তার ফলাফল জনগণকে জানানো রাষ্ট্রের নৈতিক দায়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ