টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
সেলফি বিপ্লবকে আরো এক ধাপ এগিয়ে নিতে দেশের বাজারে অপ্পো নিয়ে এসেছে সেলফি এক্সপার্ট স্মার্টফোন ‘অপ্পো এফ১এস’। অপ্পো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নেভি অয়াই তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আমাদের জন্য এক খুবই গুরুত্বপূর্ণ বাজার। চলমান সেলফি উম্মাদনায় ভাসতে গ্রাহকরা খুঁজছেন চমৎকার ফ্রন্ট ক্যামেরাসহ একটি স্মার্টফোন। সেলফির জন্য বরাবরই আমরা কিছু বিশেষ স্মার্টফোন গ্রাহকদের দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় এবার আমরা নিয়ে এসেছি অপ্পো এফ১এস মডেলের সেলফি এক্সপার্ট স্মার্টফোন। আমাদের দৃঢ় বিশ্বাস অত্যাধুনিক ক্যামেরা সম্বলিত এই ফোন সেলফি প্রেমীদের অভিজ্ঞতাই বদলে দেবে। সেলফির জন্য অপ্পোর সাড়া জাগানো স্মার্টফোন ‘এফ১’ এর আরো উন্নত সংস্করণ ‘এফ১এস’ স্মার্টফোনটি। ফোনটির সামনে আছে ১৬ মেগাপিক্সেল এর দুর্দান্ত ক্যামেরা, যা দিয়ে দিনে-রাতে তোলা যাবে দারুন সব সেলফি। ফোনটিতে আরো রয়েছে মাত্র ০.২২সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট রিডার, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, অক্টা কোর প্রসেসর, ৩ জিবি র্যাম, ৩২ জিবি রম এবং ৩০৭৫এমএএইচ ব্যাটারি। সেলফি তোলার দারুন এই স্মার্টফোনটির মূল্য ২৩ হাজার ৯০০ টাকা।
শিবলু
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।