রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
হাবিব হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ফাহিম মিয়া (১৯) নামে এক যুবককে পিবিআই পুলিশ গত সোমবার গভীর রাতে আটক করে। তার বাড়ি পৌর শহরের দড়িঘাগটিয়া গ্রামে বাবার নাম ফয়েজ মিয়া।
পুলিশ এজেহার সূত্রে জানা যায়, মথুরাপুর গ্রামের সুজন মিয়ার ছেলে হাবিব মিয়া (২০)। বাজিতপুর গত ২৪ আগস্টে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। কয়েকদিন পর উপজেলার বলিয়ারদী ইউনিয়নে কাইমের বাউলী গ্রামের পাশে চরআগার ঘোড়াউত্রা নদীতে লাশ ভেসে ওঠতে দেখে স্থানীয়রা। পরে তারা বিবাড়িয়া জেলার ডুবাজাইল নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। নৌ পুলিশ বাজিতপুর থানাকে অবহিত করলে বাজিতপুর থানা পুলিশ ঘোড়াউত্রা নদীরপাড় থেকে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠায়। পরে গত ৩ তারিখে নিহতের বাবা মো. সুজন মিয়া (৪০) বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাজিতপুর থানার ওসি তার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।