Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপহরণের ৭২ ঘণ্টা পরও শিশু উদ্ধার হয়নি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের ৭২ ঘণ্টা পরেও উদ্ধার হয়নি শিশু শিফাত। সে আখাউড়া উপজেলার দেবগ্রামের রাজমিস্ত্রি শিপন মোল্লার ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা গত সোমবার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শিশুটির পরিবার জানায়, ৬ সেপ্টেম্বর দুপুরে প্রতিবেশী ফারুক ও তার স্ত্রী রূপা বেগম সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে সটকে পড়ে।
এরপর তারা কৌশলে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে মুক্তিপন দাবি করে। এ বিষয়ে কাউকে জানালে শিফাতকে মেরে ফেলারও হুমকি দেয়া হচ্ছে। এদিকে ১৮ মাস বয়সী সন্তাকে অপহরণের ঘটনায় পরিবারটি বর্তমানে দিশেহারা হয়ে পেড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন, অপহৃত শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে। আশা করছি শিশুটিকে উদ্ধার করা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ