রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খাঁন গতকাল এক অহসায় মায়ের পাশে দাঁড়ালেন। জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের সোনাকান্দা গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা মা মাকসুদা বেগম ও দিনমজুর পিতা মালেক সরকারের একমাত্র কন্যার বিয়ের খরচ যোগাতে হিমসিম খাচ্ছিল। এ খবর পেয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খাঁন অসহায় মাকসুদা বেগমকে ডেকে এনে অফিসে নগদ অর্থ দিয়ে অসহায় মহিলার পাশে দাঁড়ান। এ সময় উপস্থিত ছিলেন, পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হোসেন সরকার।
বৃদ্ধা মাকসুদা বেগম ইনকিলাবকে জানান, অনেক কষ্ট করে ৪ ছেলে ও ১ মেয়েকে বড় করেন তিনি। তার ছেলেরা ছোট-খাট কাজ করে অসুস্থ বাবাকে চিকিৎসা করছে এবং সংসার চালাচ্ছে। করোনায় তাদের কাজ কর্ম বন্ধ হয়ে গেছে। এরমধ্যে মেয়ের বিয়ে দিতে পারছিলেন না। এ অবস্থায় ইউএনও স্যারের কাছ থেকে আর্থিক অনুদান পেলাম তিনি, তাই এখন আর বিয়ে দিতে তার কষ্ট হবে না বলেও জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।