প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈশান খাট্টার এবং অনন্যা পান্ডে অভিনয়ে আসন্ন ‘খালি পিলি’ ফিল।মের ‘বিয়ন্সে শরমা যায়েগি’ গানটির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগে বিতর্ক সৃষ্টি হয়েছে। সোমবার গানটির ভিডিও মুক্ত পাবার কয়েক মিনিটের মধ্যে নেটিজেনরা গানটির সমালোচনায় মুখর হয়ে ওঠে। ইউটিউবে গানটি লাইক থেকে ডিসলাইকই বেশি পেয়েছে।
গানটির যে অংশ নিয়ে আপত্তি,
“ভাড়কিলি, নাখরিলি
চামকিলি, লাচকিলি
তু জো কামার হিলায়েগি
তুঝে দেখ কে গোরিয়া
বিয়ন্সে শরমা যায়েগি।”
এখানে ‘গোরিয়া’ শব্দটির অর্থ হল ফরসা নারী, সবারই জানা ।আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন গায়িকা বিয়ন্সের গাত্রবর্ণ কাল। বিয়ন্সের ভারতীয় ভক্তদের দাবি এই কথাগুলো দিয়ে বিয়ন্সের প্রতি বর্ণবাদী ইঙ্গিত করা হয়েছে।
একজন টুইট করেছেন : “গানের জঘন্য কথায় তাকে ত্বকের রঙ দিয়ে #বিয়ন্সের সঙ্গে তুলনা করা হয়েছে।”
আরেকজন টুইট করেছেন : “প্রিয় বিয়ন্সে, আমরা এর জন্য দুঃখিত।”
আরেকজনের টুইট : “বিয়ন্সে, প্লিজ এই গানের রচয়িতাদের বিরুদ্ধে মামলা করুন, আমি অনুরোধ করছি।”
মকবুল খান পরিচালিত ‘থালি পিলি’ ২ অক্টোবর মুক্তি পাবে। কুমার এবং রাজ শেখরের লেখা গাটিতে সুর দিয়েছেন বিশাল ও শেখর। জি মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি লাইক পেয়েছে ৩০,০০০ আর ডিসলাইক ১,২০,০০০ (মঙ্গলবার সকাল পর্যন্ত)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।