Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় খেলাধুলা বন্ধ রাখতে পুলিশের মাইকিং

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৩ পিএম

মারামারি ঠেকাতে স্কুল মাঠে খেলাধুলা বন্ধ রাখতে মাইকিং করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ। মাইকিং করে বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সদর উপজেলার উজানগ্রাম হাইস্কুল মাঠে সব ধরনের খেলাধুলা বন্ধ থাকবে। নির্দেশক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা।

স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের ৬-৭টি গ্রামের মধ্যে উজানগ্রাম উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি টিকে আছে। বাকি মাঠগুলোর অস্তিত্ব নেই। এই মাঠ ঘিরে টিকে আছে ফুটবল এবং ক্রিকেট খেলা। কিন্তু খেলাধুলা বন্ধে পুলিশের মাইকিং শুনে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মানুষ।

স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, মারামারিও থামাতে হবে; খেলাধুলাও চালু রাখতে হবে। খেলাধুলা না থাকলে এলাকার যুবকরা খারাপ পথে চলে যাবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ খেলা বন্ধ করেনি। উজানগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইকিংয়ের উদ্যোগ নিয়েছেন। ৪-৫ দিন আগে ফুটবল খেলা নিয়ে দুই দল মারামারি করেছে। রোববার কার কতো শক্তি আছে তা প্রদর্শনের জন্য সময় নির্ধারণ করেছে দুই পক্ষ। এ অবস্থায় এই মাঠে খেলা বন্ধ রাখার উদ্যোগ নেয়া হয়েছে।

উজানগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, মারামারি ঠেকাতে প্রশাসন মাইকিং করার নির্দেশ দেয়ায় আমরা বাধ্য হয়ে মাইকিং করেছি। খেলাধুলার দরকার আছে অবশ্যই। তবে এ নিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? এজন্য আপাতত খেলাধুলা বন্ধ রাখার পক্ষে আমরা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল আলম বলেন, দু-একদিনের মধ্যে আবার মাঠ খুলে দেয়া হবে। খেলায় একটু-আধটু গোলযোগ হতে পারে, যেটা আন্তর্জাতিক পর্যায়ের খেলাতেও হয়। কিন্তু এখানে প্রতিদিনই মারামারি হচ্ছে। খেলাকে কেন্দ্র করে পক্ষ-বিপক্ষ হয়ে মারামারি করাটা দুঃখজনক।

জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রাশিদুজ্জামান খান টুটুল বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়াপ্রেমী এবং সমাজপ্রতিদের সঙ্গে নিয়ে পুলিশের উচিত হবে মাঠটিতে খেলা চালু রাখা। প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর হবে পুলিশ।

জেলা ক্রীড়া সংস্থার আরেক নির্বাহী সদস্য সাব্বির মোহাম্মদ কাদেরি বলেন, পুলিশের উচিত বিষয়টি অন্যভাবে সমাধান করা। কারা মারামারি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। তা না করে খেলাধুলা বন্ধ করাটা ঠিক হয়নি। সমাজে সুষ্ঠু পরিবেশ রাখতে, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হলে যেকোন মূল্যে খেলাধুলা চালু রাখতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ