Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় বৃষ্টির মধ্যে কাজ করার সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ৯:৩৩ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার বোয়ালিয়া ও চকদৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এর মধ্যে বিকেল সাড় ৪টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া মাঠে কাজ করা অবস্থায় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়। পরে তাদের মরদেহ মাঠের লোকজন উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পাঠায়।

নিহতরা হলেন- নাটপাড়া গ্রামের আবজালের ছেলে কামাল (২৫) ও নুরুর ছেলে মহিবুল (২৭)। মা

অপরদিকে দুপুর ২টার দিকে উপজেলার চকদৌলতপুর গ্রামের নিজ বাড়িতে বজ্রপাতে নাহারুল ইসলাম (৫০) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি দৌলতপুর থানা বাজারের নৈশ প্রহরী ছিলেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী কমলা খাতুন (৪৫)।

স্থানীয়রা জানান, দুপুরে নাহারুল ইসলাম ও তার স্ত্রী কমলা খাতুন নিজ বাড়িতে টিনের ঘরে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাতে ঘটনাস্থলেই নাহারুল ইসলামের মৃত্যু হয়। তার স্ত্রী কমলা খাতুন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হয়। সেখান অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারল হাসপাতালে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশিকান্ত সরকার বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ