Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে সড়ক প্রশস্তের দাবিতে মানববন্ধন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

যশোর শহরের চাঁচড়া থেকে দড়াটানা পর্যন্ত ফোর লেন বাস্তবায়নের দাবিতে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাগরিক আন্দোলন যশোরের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনের মানববন্ধনে যশোরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে নেতৃবৃন্দ বলেন, যশোর-বেনাপোল সড়কের যশোর শহরের অংশে চাঁচড়া থেকে দড়াটানা পর্যন্ত ফোর লেনের কাজ শুরু হবে। কিন্তু সড়কটি নির্মাণে সার্কিট হাউজ থেকে দড়াটানা পর্যন্ত সড়কের পাশে জমি নেই। তবে এ এলাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জমি রয়েছে। সড়কটি প্রশস্তে ইতোমধ্যে যশোর ইন্সটিটিউট ও পোস্ট অফিস কর্তৃপক্ষ জমি ছাড়তে রাজি হয়েছে। জেলা পরিষদ, জেলা প্রশাসন ও জেলা জজ আদালত কর্তৃপক্ষ জমি ছাড়লে রাস্তাটি প্রশস্ত করা সম্ভব। এমতাবস্থায় যশোরবাসীর বৃহত্তর স্বার্থে রাস্তাটি প্রশস্তকরণে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ