Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাছে পেরেক ঠোকা বন্ধের দাবিতে যুবকের অবস্থান

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

গাছে পেরেক ঠুকে ব্যানার, বিজ্ঞাপন লাগানো বন্ধের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে যশোরের চৌগাছার এক যুবক। চৌগাছা শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে গত রোববার কর্মসূচি পালন করেন সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণি গ্রামের যুবক মো. আক্তারুজ্জামান। এক ঘণ্টার অবস্থান কর্মসূচিতে তিনি সাধারণ মানুষকে গাছের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে গাছ রক্ষায় আইনের বিষয়েও তুলে ধরেন।
মো. আক্তারুজ্জামান বলেন, গাছে পেরেক ঠুকে বিজ্ঞাপন ও ব্যানার লাগানো দÐনীয় অপরাধ। এই ধরনের অপরাধের সাথে জড়িতে ব্যক্তিকে তিন মাসের জেল, সর্বনিম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকার জরিমানার বিধান রয়েছে। ২০০২ সালের ৭ জুলাই মহান জাতীয় সংসদে ‘গাছে পেরেক বিদ্ধ করে ব্যানার ও বিজ্ঞাপন বন্ধে একটি আইন পাশ হয়। এছাড়াও পরিবেশ আদালতে এই সংক্রান্ত আইন রয়েছে। কিন্ত আমরা কোনো আইনই কার্যকর করতে পারিনি। এ সংক্রান্ত আইনগুলো কার্যকরে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ