পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাস জুলাই থেকে ডিসেম্বরে ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে মোট ৮ হাজার ৭৫৫ কোটি ৯৯ লাখ টাকা। এটি গত অর্থবছরের (২০১৪-১৫) একই সময়ের চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১৬ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে পূরণ হয়েছে ৫৩ দশমিক ৩৯ শতাংশ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুকূল আবহাওয়ার কারণে চলতি অর্থবছর আমন ও বোরো দুটি মৌসুমেই কৃষকরা গত অর্থবছরের চেয়ে বেশি আবাদের লক্ষ্য নেয়। এতে কৃষকের কাছ থেকে ঋণের চাহিদাও বেড়েছে। ফলে সার্বিক কৃষি খাতে ঋণ বিতরণের পরিমাণ বেড়েছে। অর্থবছরের বাকি সময়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।