Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপনাদেরকে দুদকের কাছে আসতে হবে না, দুদকই আপনাদের কাছে যাবে- দুদক কমিশনার

শেরপুরে দুদকের গণশুনানী অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা : দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, আপনাদেরকে দুদকের কাছে আসতে হবে না, দুদকই আপনাদের কাছে যাবে। এটাই হওয়া উচিৎ। জনগনকে সম্পৃক্ত করে কিভাবে সু-সাশন নিশ্চিত করা যায় সেটাই হলো আমাদের মূল উদ্দ্যেশ। তিনি আজ ৮ আগস্ট সোমবার দুপুরে শেরপুরে নালিতাবাড়ি স্থানীয় মুক্তিযোদ্ধা মঞ্চে দুদকের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি’র অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে তার বক্তব্যে এসব কথা বলেছেন।
এর আগে জেলা সার্কিট হাউজে শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি আরো বলেন, মানুষের মাঝে যে আমাদের আস্থা থাকার কথা সে আস্থার ঘাটতি রয়েছে। সে আস্থা অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে সময় লাগবে। কে কোন দল সেটা দেখার বিষয় আমাদের নয়, রোলিং পার্টির এমপি’র বিরুদ্ধে আমরা চার্জসীট দিয়েছি। কোর্টে বিচারাধিনও আছে অনেক মামলা। এরেষ্টও হয়েছিল অনেকেই। আমরা সিলেক্ট ওয়েতে কাজ করছি। এছাড়া অনেক মামলা স্টে হয়ে আছে। আমরা চেষ্টা করছি সেগুলো ভ্যাগেট করে আগানোর। এখানে আমার তথ্য ভিত্তিক যত অভিযোগ পাবো তাতে কাজ করা সহজ হবে।
তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দ্যশে বলেন, আপনারা যে অনুসন্ধানী প্রতিবেদন করেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা প্রতিবেদনকে আমলে নিয়ে কাজ করতে পারি। স্থানীয় বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের দুনীতি’র বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে কমিশনার বলেন, তারা কে কোন দলের এটা বিবেচ্য বিষয় নয়, তাদের বিরুদ্ধে তথ্য ভিত্তিক অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
গণশুনানিতে সঞ্চালনের ভূমিকায় ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম। এসময় জেলার সরকারী ৮ টি দপ্তরের বিরুদ্ধে ৪০ জন অভিযোগকারী বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। এসময় নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অভিযোগের বিষয়ে তাৎক্ষনিক সমাধান ও ব্যবস্থা গ্রহণ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ