Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মেহেরপুর জেলা সংবাদদাতা : মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকা থেকে সামিদুল ইসলাম (২৮) নামের এক মাদকব্যবসায়ীকে আটকের জের ধরে গ্রামবাসী এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে আন্তর্জাতিক সীমানার ১১৭ নম্বর মেইন পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটেছে। আটক ভারতীয় নাগরিক নদীয়া জেলার তেহট্ট থানার সাহাপুর গ্রামের বৈদ্যনাথ বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস। বাংলাদেশী নাগরিক সামিদুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। এ ঘটনায় মুক্তি বিনিময় করতে আজ সোমবার দুপুরে দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু অসমাপ্ত অবস্থায় বৈঠকটি শেষ হয়। বিকেলে আবারো বৈঠক হওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা জানান, আন্তর্জাতিক সীমানার ১১৭ নম্বর মেইন পিলারের কাছাকাছি কাঁটাতারের বেড়ার পাশ থেকে সামিদুল ইসলামকে ভারতীয় ফেনসিডিলসহ ভারতের বেষ্টপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
খবর পেয়ে পরে বুড়িপোতা গ্রামবাসীরা এর প্রতিবাদে কাঁটাতারের এপারে ভারতীয় জমিতে কাজ করার সময় বিজয় বিশ্বাস নামের এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।
পরে দুজনের মুক্তি বিনিময়ে বিএসএফ সদস্যদের কাছে পতাকা বৈঠকের আহবান জানান বিজিবি। বেলা ১১ টার দিকে ১১৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের নিকট শূন্যরেখায় কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঝাঁঝাঁ কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার জাহিদ শিকদার ।
বুড়িপোতা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন বলেন, বিএসএফর হাতে আটক সামিদুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ফেনসিডিল নিয়ে আসার সময় বিএসএফ তাকে আটক করে। গ্রামবাসী ভুল বুঝে একজন নিরীহ ভারতীয়কে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
বিষয়টি পতাকা বৈঠকের মাধ্যমে মীমাংসা হবে। এ ব্যাপারে বিজিবির কোম্পানী কমান্ডার জাহিদ শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় দেশের নাগরিকের মুক্তির জন্য কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আবারও বৈঠক হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ