পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মেঘনা নদীর প্রবল জোয়ারে রাস্তা ভেঙে গিয়ে খালে পরিণত হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কে বেইলী ব্রিজ নির্মাণ করা হয়েছে।
গত মাসের টানা ভারীবর্ষণ ও বঙ্গোপসাগরের লঘুচাপের ফলে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে কমলনগরের তিনটি গুরুত্বপূর্ণ ব্রিজসহ অসংখ্য পাকা ও কাঁচা রাস্তা ভেঙে যায়। চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এ অঞ্চলের সবকটি যোগাযোগের রাস্তা। এ নিয়ে দৈনিক ইনকিলাবসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ধারাবাহিক সংবাদ প্রকাশ করে।
ইনকিলাবে বিগত ২৭ আগস্ট ‘কমলনগরে জোয়ারের পানিতে তিনটি সেতু বিচ্ছিন্ন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিশেষ প্রচেষ্টায় দ্রæতসময়ের মধ্যে তোরাবগঞ্জ-মতির হাট সড়কের ভেঙে যাওয়া ব্রিজটিতে বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছে।
গত শনিবার সকালে কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ব্রিজ পরিদর্শনে এসে জানিয়েছেন, যতদ্রæত সম্ভব ব্রিজটি পূণঃনির্মাণ করে পথচারীসহ যাত্রীদের জন্য উন্মোক্ত করে দেয়া হবে।
স্থানীয় ভাবে জানা যায়, উপজেলা তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের দূরত্ব মাত্র ৮ কিমি.। এ সড়ক যোগাযোগের মাধ্যমে ভোলা-বরিশালসহ দেশের পশ্চিমাঞ্চলের বহু মানুষ ঢাকা, চট্টগ্রামে যাতায়াত করে। অন্যদিকে ল²ীপুরের বিখ্যাত ইলিশ কেনাবেচার ঘাটও এ সড়কের শেষ প্রান্ত মতিরহাটে। গত আগষ্ট মাসের মাঝামাঝি সময়ে মেঘনার অস্বাভাবিক জোয়ারে মতিরহাট সংলগ্ন এলাকায় সড়কের প্রায় ১০০ ফুট এলাকা ভেঙে রাতারাতি খালে পরিণত হয়। বন্ধ হয়ে যায় সকল প্রকার যান চলাচল। স্থানীয় ইউপি সদস্য মেহেদি হাসান লিটন জানান, এ ব্রিজটি সাময়িক চললেও ওই স্থানে মাটি দিয়ে ভরাট করে আগের রাস্তা দ্রæত ফিরিয়ে দিতে হবে নতুবা দু’পাশের খালের পানিতে পুরো রাস্তাটি বিলীন হয়ে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।