Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে চাঁদপুরের দু’জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় চাঁদপুরের দু‘ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে মোস্তফা কামাল (৩৪) শহরের ১২নং ওয়ার্ডের বাসিন্দা। মাইনুউদ্দিন (১২) ফরিদগঞ্জ উপজেলার শেখদী গ্রামের মৃত মহসিনের ছেলে। গত ৫ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামাল ও মঈনুদ্দিনের মৃত্যু হয়। মোস্তফা কামাল চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ড জিটি রোডের দক্ষিণ গণি মিজি বাড়ির আবদুল করিম মিজির বড় ছেলে। তার মা-বাবা, সহোদর দু’ভাই ও স্ত্রী লুবনা আক্তারের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মোস্তফা কামালের বন্ধু আল ইমরান সরকার জানান, কামাল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় সে টিটু স্যার নামে সকলের কাছে পরিচিত ছিলেন। চাঁদপুরের দক্ষিণ বিষ্ণুদী বায়তুছ ছালাম জামে মসজিদ প্রাঙ্গণে শনিবার বাদ মাগরিব তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ