বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর জান্নাতপাড়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে এনামুল হক বাবু (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়। এনামুল হক একই এলাকার নজরুল ইসলামের ছেলে।
জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই কেবল মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব।
নিহতের চাচা নুরুল ইসলাম জানান, প্রায় চার বছর আগে খামারকান্দি পশ্চিমপাড়া গ্রামে সীমা নামের এক মেয়েকে এনামুল হক বাবু বিয়ে করেন। সংসার জীবনে তাদের ঘরে এক কন্যাসন্তান জন্ম নেয়।
এদিকে ৪-৫ মাস আগে এনামুল ছোট ফুলবাড়ী বার্ণিঘাট এলাকায় মোবাইলে সম্পর্ক করে আরেক মেয়েকে বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয়। এমনকি সীমা আদালতে এনামুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরে বিয়ষটি মীমাংসা হলে শনিবার এনামুল কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন।
নুরুল ইসলাম আরো বলেন, রোববার সন্ধ্যায় এনামুল দ্বিতীয় স্ত্রীর কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আজ সোমবার নিজ গ্রামের একটি সবজি ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।