Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুবার্ষিকীতে সালমান শাহকে স্মরণ করলেন তারকা ও ভক্তরা

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪২ পিএম

৯০ দশকের জনপ্রিয় নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন তারকা ও ভক্তরা। আজ প্রিয় নায়কের ২৪তম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে স্মরণ করেছেন তারকারা। পাশাপাশি সাধারণ ভক্তরাও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।

জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আকস্মিকভাবে তার মৃত্যুর খবর আসে। নিজের কাজের গুণে সালমান শাহ এখনো বেঁচে আছেন মানুষের মাঝে। অল্পসময়ে তিনি কোটি দর্শকের মন জয় করেছিলেন। মহানায়কের মৃত্যুর ২৪বছর পেরিয়ে গেল। কিন্তু ২৪ বছরেও অজানা রয়ে গেছে মৃত্যু রহস্য।

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান তাকে নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘‘সময়ের চেয়ে এগিয়ে থাকা এক নাম সালমান শাহ। নানা চড়াই উৎরাই পেরিয়ে অগণিত ভক্ত দর্শকের ভালোবাসায় নিজেকে খ্যাতির চূঁড়ায় নিয়ে গিয়েছিলেন তিনি। মাত্র চার বছরেই বাংলা চলচ্চিত্রে নির্ভরযোগ্য নামে পরিণত হয়েছিলেন প্রয়াত সালমান ভাই। তিনি ছিলেন ভীষণ কাজ পাগল মানুষ। ভালো কাজের বিকল্প কিছু নেই এ কথা তাঁর চেয়ে আর বেশি কে জানতো! মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তাঁর সিনেমার সংখ্যার দিকে তাকালেই সেটা বোঝা যায়। তাই স্বাভাবিকভাবেই কিছু মানুষের চক্ষুশূল হয়েছিলেন তিনি। তাকে থামিয়ে দিতে বহু অপচেষ্টা হয়েছিল, সংবাদমাধ্যমগুলো তার সাক্ষী। তাঁর মতো সর্বপ্রিয় মানুষটিকেও নিষিদ্ধ করা হয়েছিল! তবু থেমে যাননি সালমান ভাই। অভিনয় চালিয়ে গিয়েছিলেন। ইন্ডাস্ট্রির প্রয়োজনে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন। হয়তো সেজন্য মৃত্যুর চব্বিশ বছর পরেও তার জন্য মানুষ চোখের পানি ফেলেন। চলচ্চিত্রের একজন সিনিয়র অভিনেতার প্রতি মানুষের ভালোবাসার এই নিদর্শন আমাকেও ছুঁয়ে যায়। উদ্বেলিত করে। সাহস ও শক্তি জোগায়। বোধ করি, আমার মতো ইন্ডাস্ট্রির সব শিল্পী সেই ভালোবাসার স্পর্শ পান।

আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি- সালমান ভাইয়ের মতো নিখুঁত, সাবলীল একজন স্টাইল আইকন তখন খুব দরকার ছিল। অন্তত পশ্চিমা আইকনিজমের কাউন্টার দেয়ার জন্য। তৎকালীন সালমান শাহ সেটা হয়েও উঠছিলেন। তাকে দেখে কতো তরুণ যে চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হয়েছে সেটা আর নাই বা বললাম। সময়ের চেয়ে এগিয়ে থাকা আমাদের এ পূর্বসুরি অভিনেতার মৃত্যুদিনে শ্রদ্ধা জানাই। যুগের পর যুগ তিনি আমাদের স্বপ্নের নায়ক হয়েই থাকবেন। প্রিয় সালমান ভাই, যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।’’

মাহফুজুল ইসলাম তারেক লিখেছেন, ‘‘শুধু দেশ নয়! দেশের বাইরে বহু সেলিব্রিটি তার ফ্যাশন এবং স্টাইলকে অনুকরণ করতেন।যার মৃত্যুর খবরে সারা বাংলায় ২১ জন মেয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আত্মহত্যা করে বসে। বহু ছেলে এতোটাই শকড ছিলো যে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলো। দেশের যুব সমাজ একটা ট্রমার মাঝে ছিলো বহুদিন, বহুবছর।আহ আজো মনে পড়ে! তখন ক্লাস সিক্সে পড়ি, আমাদের সিলেটে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে দরগাহে হযরত শাহজালাল (রঃ) এর মাজার প্রাংগনে। লক্ষ লক্ষ লোকের সমাগম ঠেকাতে না পেরে প্রশাসন উনার লাশ লুকিয়ে ফেলে। অতঃপর কেউ একজন খবর পায় যে সালমান শাহের লাশ রয়েছে মসজিদের দোতালার কেচি গেটের ভেতর। আর যায় কোথায়! ৪০/৫০ জন অই কেচি গেটে ধরে হ্যাচকা টানে কেচি গেট ক্লাম্পসহ খুলে ফেলে।আজকালকার জেনারেশন এই আবেগ ও অনুভুতির ছিটেফোঁটাও অনুভব করতে পারবেনা।যাইহোক সালমান শাহ হত্যাকান্ডের বিচার এই দেশের মাটিতে হবেনা নিশ্চিত। তবে আল্লাহর বিচার হবেই হবে ইনশাআল্লাহ।’’

বেলি রহমান লিখেছেন, ‘‘ক্ষণজন্মা এই নায়কের অস্তিত্ব ভুলতে পারেনি তার ভক্তকুল। কি যেন ছিল তার মধ্যে যা দর্শক ভক্তকে দুইযুগ পরেও স্মৃতিতে আপ্লূত করে রেখেছে। মৃত্যু তাকে অনেকদুরে নিয়ে গেছে সত্য কিন্তু স্মৃতির অতলে আজও জ্বলজ্বল করা এক নাম সালমান শাহ অগনিত ভক্তকে কাঁদায়। আজ তার মৃত্যু দিবসে তার আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে তাকে বেহেশত নসীব করুন।’’

মাইন উদ্দিন লিখেছেন, ‘‘ঐ সময় তরুণ তরুণীদের প্রান পুরুষ ছিল সালমান, বাংলা সিনেময় রাজ্জাক ববিতা আলমগীর শাবানার পর চমক সালমানই দেখিয়ে ছিলেন, সালমনা কেন মরলো তা নিয়ে কথা বলতে রাজি নয় আললাহ্ ভালো জানেন মৃত্যু না অপমৃত্যু তবে, ওর মৃত্যুর পর রিয়াজ সাকিল সহ অনেকে আসছিল ও চেষ্টা করছে কিন্তু ওর যায়গায় যেতে পারে নি, সালমান সালমানই শান্তিতে থাকো পরোপারে প্রিয় নায়ক।’’

আবু জাফর শিহাব লিখেছেন, ‘‘আজ ৬ সেপ্টেম্বর, মহানায়ক সালমান শাহ্ ২৪তম মৃত্যুবাষিকী! যুগের চেয়ে অনেক এগিয়ে ছিল তার আধুনিকতার স্ট্যাইল! আচার রুচি, সত্যিই বিস্ময়কর প্রতিভাবান একজন মহানায়ক ছিলেন! বাংলাদেশের ওয়ান এন্ড অনলি আইকন ম্যান!’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ