বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামে দু'দল চোরাকারবারীর মাঝে সৃষ্ট সংঘর্ষে ইয়াকুত(৪৫)নামের এক চোরাকারবারী নিহত হয়েছে। এ সংঘর্ষে প্রতিপক্ষের একজন গুরুতর আহত হয়েছে। তার নাম রমজান আলী( ৪৮)। সংঘর্ষে ৫ জন আহত হয়েছ। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে শনিবার রাত প্রায় ১০ টায় গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম টেকেরঘাটে। এলাকাবাসি ও পুলিশ জানায়, রাত প্রায় ১০ টার সময় টেকেরঘাট গ্রামের কুখ্যাত চোরাকারবারী,জমসের আলীর পুত্র ইয়াকুত ও একই গ্রামের আঃ খালেকের পুত্র রমজান আলীর মাঝে চোরাচালানের মালামাল কেনা-বেচা নিয়ে কথা কাটি হয়। এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এতে ইয়াকুত এবং রমজান গরুতর আহত হয়। এলাকাবাসি গুরুতর আহত ইয়াকুত ও রমজানকে উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন। ইয়াকুত হাসপাতালে পৌছার পুর্বেই রাজার বাজার নামক স্থানে প্রান হারায়। রমজানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করা হয়। পুলিশ বলছে, রমজানের অবস্থা সংকটাপন্ন। সুত্র জানান, রমজান এবং ইয়াকুত ভারতে চুরি করতো। সাম্প্রতি সময়ে এরা চুরি চামারি ছেড়ে চোরাচালানীতে যোগ দেয়। এরা স্থানীয় আসামপাড়া বাজার থেকে মটরসুটি,ছোলা,ছানার ডাল ও ইলিশ মাছ কিনে ভারতের ত্রিপুরাতে পাচার করতো. ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।