Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত থেকে আসা ১১টি পিস্তল গুলিসহ আটক ৩

বিশেষ সংবাদদাতা, যশোর | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ৭:০৯ পিএম

যশোর সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা ১১টি পিস্তল ও গুলীসহ ৩জনকে আটক করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল সেলিম রেজা শনিবার বিকালে জানান, শনিবার ভোর রাতে বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে হাবিলদার সিগন্যাল মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি অভিযান চালায়। বিজিবি ভারত থেকে গভীর রাত্রে অস্ত্র গুলি ম্যাগজিন ও গাঁজা নিয়ে আসার সময় বিজিবি তাদের ধাওয়া করে ২ জন চোরাচালানিকে আটক করে। উদ্ধার করা হয় ১১ টি পিস্তল, ৫০ রাউন্ড গুলি, ২২টি ম্যাগজিন ও ১৪ কেজি গাঁজাসহ তিনজন পাচারকারীকে আটক করে।
আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার ধান্যখোলার সরবাঙ্গহুদার সহিদ বিশ্বাস এর ছেলে আনারুল (৩৪), সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)। তাদের স্বীকারোক্তিতে পরে আটক করা হয় সাজজুলকে। সাজজুলের বাড়ি ঘিবা। সে ওই গ্রামের এজুবার মিয়ার পুত্র। বিজিবি জানায়, আসামীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অস্ত্র গোলাবারুদ এবং গাঁজা ভারতীয় চোরাকারবারী কোরবান আলী (৩৫) এবং লাল্টু মিয়া (৩২) উভয়েগ্রাম-ভিড়া, পোষ্ট-ছয়ঘড়িয়া থানা-বনগাঁ, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারত এর নিকট হতে সংগ্রহ করে বাংলাদেশী মাদক স¤্রাট বাদশা মল্লিক (৫০), পিতা-মৃত কেরামত মল্লিক, গ্রাম-নারায়নপুর, পোষ্ট-ধান্যখোলা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে হস্তান্তর করার জন্য নিয়ে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ