Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহীর চারঘাটে চাচার হাতে ভাতিজা খুন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ৬:৫৮ পিএম

রাজশাহীর চারঘাট উপজেলার উত্তর বাকরা গ্রামে পারিবারিক সম্পত্তিতে বাঁশকাটাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা ফরিদুল ইসলাম (৩০) খুন হয়েছে। গত শুক্রবার সকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে মৃত ব্যক্তির দুই চাচা মিন্নতি ও মান্নাতের মধ্যে ঝগরা ও মারামারি শুরু হয়। ওই সময় মৃত ফরিদ চাচাদের মধ্যে মারামারি বাধা দিতে গেলে চাচা মিন্নাতের শক্ত বাঁশের লাঠিতে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন ও তার আত্মীয়স্বজন আহত ফরিদুলকে চিকিৎসার জন্য চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার রামেক হাসাপাতালে প্রেরণ করেন। শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে তার মৃত্যু হয়।
খবর পেয়ে থানার এসআই মনসুর রহমান ও এসআই সৌরভ-সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীতে তার আত্মীয়র বাড়ি থেকে অভিযুক্ত ৩ জন আসামীর মধ্যে মেহেদী হাসান (১৯) নামে একজন আসামীকে গ্রেফতার করা করে।
চারঘাট থানার ওসি বলেন, এবিষয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে এবং একজন আসামীকে আটক করে শনিবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়। অন্যান্য অভিযুক্ত আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ